শনিবর, ১৪ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:২৭ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৬ ফেব্রুয়ারী) শনিবার বিকেলে মুন্ডুমালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সভাটি অনুষ্ঠিত হয়।
মুন্ডুমালা পৌর আ’লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সাদে মানিক, যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন ও কাউন্সিলর মুহাম্মাদ হোসেন মুন্টু প্রমুখ।
পরে আওয়ামী লীগের জেলা কমিটিতে সহসভাপতি পদে শরিফ খাঁন নির্বাচিত হওয়ায় তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেয়া হয়।