রবিবর, ২২ েপ্টেম্বর ২০২৪, সময় : ১০:৩০ pm

সংবাদ শিরোনাম ::
দেশের তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু ভারতীয় সঞ্চালন লাইনে নেপাল থেকে বিদ্যুৎ আনছে সরকার ট্রাইব্যুনাল গঠন ও ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন নাচোলে গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠতি অনলাইনে সরব, মাঠে নীরব আ.লীগ তানোর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, প্রতিক বরাদ্দ ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন
প্রিমিয়ার ব্যাংকের সেই কর্মকর্তা কারাগারে গিয়ে ইমামতি করছেন

প্রিমিয়ার ব্যাংকের সেই কর্মকর্তা কারাগারে গিয়ে ইমামতি করছেন

নিজস্ব প্রতিবেদক : অর্থ আত্মসাত করে কারাগারে গিয়ে ২৫ মাস ধরে ইমামতি করছেন প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখা ক্যাশ ইনচাজ শামসুল ইসলাম ওরফে ফয়সাল। কারাকতৃপক্ষ তাকে যখন যে ওয়ার্ডে রেখেছেন তখন সে ওয়ার্ডে তিনিই ইমামতি করেছেন বলে জানা গেছে।

কারাগার ও মামলা সুত্রে জানা যায়, ২০০০ সালের ২৩জানুয়ারী রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখার তিন কোটি ৪৫ লাখ টাকা সরিয়ে নেয়ার ঘটনায় টাকা আত্নসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখায় ক্যাশ ইনচাজ শামসুল ইসলাম ওরফে ফয়সাল এর বিরুদ্ধে মামলা করেন প্রিমিয়ার ব্যাংকের জোনাল ম্যানেজার সেলিম রেজা খান।

এই মামলায় একই বছরের ২৭ জানুয়ারী ক্যাশ ইনচাজ শামসুল ইসলাম ওরফে ফয়সালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেন বোয়ালিয়া মডেল থানা পুলিশ। সেই দিন থেকে আজ পর্যন্ত প্রায় ২৫মাস থেকে কারাগারে রয়েছেন তিনি। তার আচার ও ব্যাবহার খুব ভালো।

কারাগারে ইমামতি করা বিষয়ে কারাগারে আটক প্রিমিয়ার ব্যাংকের ক্যাশ ইনচাজ শামসুল ইসলাম ওরফে ফয়সাল বলেন, প্রিমিয়ার ব্যাংকের ভল্ট থেকে তিন কোটি ৪৫ লাখ টাকা সরিয়ে নেয়ার ঘটনায় গত ২০০০সালের ২৮জানুয়ারী থেকে আমি কারাগারে ৫ওয়াক্ত নামাজের মধ্যে সময় কাটাচ্ছি। জানিনা আর কতোদিন এ অন্ধকার কারাগারে থাকা লাগবে।

আমাকে ব্যাংকের দুই কর্মকর্তা বলেছিলেন তিন কোটি ৪৫ লাখ টাকা সরিয়ে নেয়ার সবদায় আমাকে স্বীকার করে নিতে। তাহলে তারা আমার পরিবারসহ আমার খোঁজ খবর নিবে। এমনকি তারা আমাকে কারাগার থেকে মুক্ত করবে। কিন্তু তারা আমার বা আমার পরিবারের কোন খোঁজ কবরই রাখেননি। আমি আমার পরিবারের কাছ থেকে জানতে পারি বরং তারা এখন আমাকে একা এই মামলায় ফাঁসাতে মরিয়া হয়ে উঠে উর্চ্চ আদালতে আমার মামলার জামিনে তাদের ব্যারিস্টার দাঁড় করিয়ে বাধা দিচ্ছে।

তিনি আরো বলেন, মামলায় উল্লেখ করা হয়েছে গত দুই বছর ধরে আমি টাকা গুলো ব্যাংক থেকে সরাতে থাকি। তাহলে গত দুবছরে কয়েকটি আডিট হয়েছে ব্যাংকে সেখানে কোথাও টাকা কম আছে বা গড়মিলের কোন তথ্য নেই। আমি যদি গত দুই বছর ধরে টাকা গুলো ব্যাংক থেকে সরাতে থাকি তাহলে অডিটে কি করে সব ঠিক থাকে এই প্রশ্ন দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) রাজশাহী সকল জনগনের কাছে।

সর্ব শেষে তিনি বলেন আমি একা এই ঘটনায় জড়িত না। সুষ্ঠ তদন্ত করে তাদেরও এই মামলাতে সংযুক্ত করতে দেশের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদস্যদের নিকট অকুল আবেদন জানিয়েছেন তিনি। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.