সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০২:২৩ am
আশরাফুল ইসলাম রন্জু, নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন বিপিএম (বার), অতি: পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, (ডিএসবি), অতি: পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম (প্রশাসন ও অপরাধ) সহ সহকারি সিনিয়র পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেল মো. আসাদুজ্জামান এবং তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান।
এছাড়াও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল গনি ও মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মাসুদ রানার নেতৃত্বে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নি:) মো. সাইফুলসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া গ্রাম থেকে আধাকেজি গাঁজাসহ মিলন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সম্প্রতি আজ (১০ ফেব্রুয়ারী) বেলা ৩ ঘটিকার সময় উপজেলার পাঁচন্দর ইউপির কচুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মুন্ডুমালা পৌর এলাকার বকুলের ছোট ছেলে।
উল্লেখ্য, কিছুদিন আগে এই মিলনের স্ত্রী জোসনাকে তার নিজ বাসা থেকে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আটক করেন এসআই নজরুল ইসলাম। এসময় পুলিশের সঙ্গীয় ফোর্সসহ ওই মাদক মামলার পালাতক আসামী মিলন উপস্থিত ছিলেন।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করে যাচ্ছে পুলিশ। আর মাদককারবারী মিলনের নামে আরেকটি মাদকদ্রব্য আইনে মামলাও করা হচ্ছে। আজকের তানোর