শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৫৩ pm
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর উপশহরের বাসিন্দা ডা. মোজাহার হোসেন বুলবুল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বুধবার ভোরে তিনি ঢাকায় মারা যান।
ডা. বুলবুল দৈনিক যুগান্তর, সমকাল ও যায়যায়দিন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। সবগুলো পত্রিকারই তিনি প্রথম রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ডা. বুলবুলের জন্ম নওগাঁয়। নবম শ্রেণিতে পড়াশোনার সময়ই তিনি রাজশাহীর দৈনিক বার্তা পত্রিকায় কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিলেও সাংবাদিকতা চালিয়ে গেছেন। তখন তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন। ১৯৮১ সালে তিনি রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।
পরবর্তীতে তিনি সিভিল সার্জন হিসেবে পদোন্নতি পেলে সাংবাদিকতা ছেড়ে দেন। তিনি নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ছিলেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর ঢাকার গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডা. বুলবুল।
রাজশাহীর উপশহরে বাড়ি থাকলেও তিনি ঢাকাতেই থাকতেন। ৬৪ বছর বয়সে সেখানেই মারা গেলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকালে ঢাকায় সেন্ট্রাল হাসপাতালের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকালে রাজশাহীর উপশহরের নূর মসজিদে দ্বিতীয় জানাজা শেষে রাজশাহীর হেঁতেমখা গোরস্থানে তাকে সমাহিত করার কথা।
তার মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এক শোকবার্তায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি রাজশাহীর সাংবাদিক অঙ্গনে ডা. বুলবুলের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়া রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক ডা. বুলবুলের মৃত্যুতে শোকপ্রকাশ করে তাঁর আত্নার মাগফেরাত কামনা করেছেন। আজকের তানোর