রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪১ am
শাকিল হোসেন (নিজস্ব প্রতিবেদক) নিয়ামতপুর : নওগাঁ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে মঙ্গলবার ০৮ ফেব্রুয়ারী নিয়ামতপুর উপজেলার ৮০ জন চৌকিদার-দফাদারকে (গ্রাম পুলিশ) নতুন সাইকেল বিতরণ করা হয়েছে।
নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাইকেল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাবিচা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সদস্য সিরাজুল ইসলাম, সাংবাদিক রেজাউল ইসলাম সেলিম।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, গ্রাম পুলিশরা গ্রামের তথা একটি ইউনিয়নের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করেন থাকেন। সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে।
২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার ৮টি ইউনিয়নের ৮০ জন গ্রাম পুলিশদেরকে নতুন হিরো জেড সাইকেল দেওয়া হলো। আজকের তানোর