সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০২:৫৩ am
ইমরান হোসাইন :
রাজশাহীর তানোরে উপজেলার বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদেরকে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে দুইদিন ব্যাপি ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি আজ (৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ৯টা হতে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের পরিচালনায় জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ‘মোবাইল রিহ্যাবিলিটেশন ভ্যান ফর পারসন্স উইথ ডিসেবিলিটিস’ ভ্যানের সাহায্যে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের তত্বাবধানে শতাধিক ব্যক্তিকে এই সেবা প্রদান করা হয়।
জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা’র আয়োজনে তানোর পৌর এলাকায় অবস্থিত ‘চাপড়া শিশুসদন প্রতিবন্ধী বিদ্যালয়’ মাঠে ফ্রি মোবাইল থেরাপি এই সেবার উদ্বোধন করেন চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান। এতে চিকিৎসা সেবা প্রদান করেন জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের সেবা ও সাহায্য কেন্দ্রের সুদক্ষ চিকিৎসকগণ।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা’র সাংস্কৃতিক সম্পাদক এম শামসুল আলম ও আস্থা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আগামীকাল বুধবার যথা সময়ে দ্বিতীয় দিনের মতো এ সেবা প্রদান করা হবে। আজকের তানোর