সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:৩৯ pm
নিজস্ব প্রতিবেদক : বাংলায় সাইনবোর্ড লিখতে সাত দিন সময় দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে চিঠি দিচ্ছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রোববার বিকালে এ ঘোষণা দিয়েছে রাসিক। তাতে কাজ না হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেবে নগর কর্তৃপক্ষ। রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাইনবোর্ডে বাংলা লেখার জন্য উচ্চ আদালতের একটা নির্দেশনা আছে। নানা কারণে এটি বাস্তবায়িত হয়নি। তবে এবার আমরা রুটিনওয়ার্ক হিসেবে এ কাজে হাত দিয়েছি। সাইনবোর্ডে বাংলা লেখার জন্য সময় দেওয়া হবে সাত দিন। এর মধ্যে বাংলায় সাইনবোর্ড না লিখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেবে নগর কর্তৃপক্ষ।
আবু সালেহ আরও জানান, রাজশাহীতে কী পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠান কিংবা সাইনবোর্ড আছে, সে জরিপ করা হয়নি। তাই সংখ্যাটাও তারা বলতে পারবেন না। সে কারণে রাজস্ব বিভাগের কর্মীরা সোমবার একই ধরনের চিঠি নিয়ে রাস্তায় বের হবেন।
রাস্তার পাশে ইংরেজিতে লেখা যেসব সাইনবোর্ড চোখে পড়বে, সেই প্রতিষ্ঠানে গিয়ে চিঠিতে প্রতিষ্ঠানের নাম লিখে সংশ্লিষ্টদের দেওয়া হবে। চিঠি দেওয়ার পাশাপাশি এ ব্যাপারে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও তিনি জানান। আজকের তানোর