সমবার, ১৬ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:১৪ pm
শুটিং শুরুর ৫ বছর পর মুক্তি পাচ্ছে শাহীন সুমন পরিচালিত ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আসিফ নূর ও অধরা খান। ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল ছবিটির। গত বছর মার্চে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও করোনার কারণে মুক্তি আটকে যায়। পরিচালক জানান, আগামী ১৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাচ্ছে।
মুক্তির বিষয়টি নিশ্চিত করে আসিফ নূর বলেন, ‘দর্শক নতুন একটি গল্প পাবে এই সিনেমায়।’ উল্লেখযোগ্য বিষয়, নায়িকা অধরা খানের শুরুটা হয় এই সিনেমাটির মাধ্যমে। তার ভাষায়, ‘প্রথম সিনেমার বিষয়টি সবসময় অন্যরকম। যে সিনেমাটির মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, সেটি মুক্তি পাচ্ছে এত দীর্ঘ সময় পর, সেজন্য খারাপ লাগা আছে।
তবে আনন্দের বিষয় হচ্ছে শেষ পর্যন্ত দর্শক সিনেমাটি দেখতে পাবেন।’ সিক্স ডি প্রোডাকশনস প্রযোজিত সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক নিজেই। সূত্র : এফএনএস। আজকের তানোর