রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৪১ pm

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
লতা মঙ্গেশকরের জীবনের আলোচিত যত ঘটনা

লতা মঙ্গেশকরের জীবনের আলোচিত যত ঘটনা

বিনোদন ডেস্ক : উপমহাদেশের সংগীতভক্তদের সুরের মায়াজালে বেঁধে প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ইহজগতের মায়া কাটিয়ে রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।  তার বয়স হয়েছিল ৯২ বছর।

লতা  মঙ্গেশকর উঠে এসেছিলেন খুব সাধারণ পরিবার থেকে। কিংবদন্তী এই সংগীতশিল্পীর  প্রথম রোজগার ছিল মাত্র ২৫ রুপি।  সেখান থেকেই আজ শত কোটির মালিক তিনি।

অবশ্যই লতার জীবনের এই পরিবর্তনের পথটা মোটেও মসৃন ছিল না।  অধ্যবসায় আর নিষ্ঠাই ছিল ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের সাফল্যের চাবিকাঠি। লতা মঙ্গেশকরের এই বর্ণাঢ্য ক্যারিয়ারেও ছিল উত্থান-পতন।  পাঠকদের জন্য তুলে ধরা হলো সুরসম্রাজ্ঞীর জীবনের আলোচিত কয়েকটি ঘটনা।

১. ১৯৬২ সালে মাত্র ৩৩ বছর বয়সে কিংবদন্তি এই সংগীতশিল্পীর খাবারে বিষ মিশিয়ে তাকে হত্যা চেষ্টা করা হয়। পদ্মা সচদেব নামে এক লেখকের লেখা ‘লতা মঙ্গেশকর: অ্যায়সা কাঁহা সে লাউঁ’ বইতে। উঠে আসে এই লোমহর্ষক ঘটনা।  পরে প্রবাসী সাংবাদিক নাসির মুন্নি কবির এই শিল্পীর একটি সাক্ষাৎকার নিয়েছিলেন।  সেখানে বলা হয়েছিল, ১৯৬২ সালে খাবারে বিষ মিশিয়ে লতা মঙ্গেশকরকে হত্যাচেষ্টা করা হয়েছিল। পরে এই খবরের সত্যতায় সিলমোহর দিয়েছিলেন লতা মঙ্গেশকরের বোন ঊষা মঙ্গেশকর।

২. ১৯৪০ এর দশকে চলচ্চিত্রে তত বেশি গানের সুযোগ না থাকায় তরুণী লতা রোজগারের জন্য অভিনয় শুরু করেন। তিনি প্রায় আটটি মারাঠি আর হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৪৩ সালে মারাঠি চলচ্চিত্র ‘গজাবাউ’তে তিনি ‘কিছু কথা, কিছু শব্দ’ শিরোনামের একটি গান গেয়েছেন, যা ছিল চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান। ১৯৪৭ সাল পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করে প্রতি মাসে তার আয় হতো দুইশ রুপি।

৩. লতা মঙ্গেশকরের প্রিয় সংগীত পরিচালক ছিলেন মদন মোহন।  ২০১১ সালের ‘তেরে সুর অর মেরে গীত’ নামে একটি সাক্ষাৎকারে লতা বলেছিলেন, মদন মোহনের সঙ্গে আমার একটি বিশেষ সম্পর্ক রয়েছে।  এটা ছিল ভাই-বোনের সম্পর্ক।

৪. বিয়ের না করলেও কিংবদন্তি এই সংগীতশিল্পীর জীবনেরও প্রেম এসেছিল।  দুঙ্গারপুরের রাজ ঘরানার মহারাজ রাজ সিংহের প্রেমে পড়েছিলেন লতা।লতার গানে মুগ্ধ ছিলেন রাজ সিংহ। কিন্তু সেই প্রেম গভীর বন্ধনে পৌঁছয়নি। রাজ ঘরানার ছেলে রাজ সিংহ নাকি বাবা-মাকে প্রতিজ্ঞা করেছিলেন যে, কোনও সাধারণ পরিবারের মেয়েকে তিনি রাজবংশের বউ করে আনবেন না। সেই প্রতিজ্ঞা বজায় রেখেছিলেন রাজ সিংহ। তিনিও আর বিয়ে করেননি।

৫. ভারতের রাজ্যসভায় সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন লতা মঙ্গেশকর। ১৯৯৯-২০০৫ পর্যন্ত তিনি রাজ্যসভায় সংসদ সদস্য ছিলেন।  ওই সময়কে তিনি একটি বাজে সময় বলে আখ্যায়িত করেছিলেন।

৬. ১৯৭৪ সালে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম উঠেছিল লতার। । ওই সময় সবচেয়ে বেশি গান রেকর্ড করার বিশ্ব রেকর্ড গড়েন তিনি।  কিন্তু সেই দাবির প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোহাম্মদ রফি।

৭. কিংবদন্তি এই সংগীতশিল্পীর শেষ গান ছিল ‘সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি…’।  ভারতীয় সেনাবাহিনীর জন্য গাওয়া এই গানটি ২০১৯ সালের মার্চে প্রকাশিত হয়।

৮. লতা মঙ্গেশকরকে ২০০১ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন দেওয়া হয়েছিল। তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকেসহ একাধিক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.