রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৫৬ pm
ক্রীড়া ডেস্ক : নিজের উঠানেই ব্যর্থ তামিম ইকবাল। চট্টগ্রামে জন্মানো এই তারকা ক্রিকেটার ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ। প্রথম ইনিংসে ক্যারিবীয় তারকা পেসার কেমার রোচের বলে ৯ রানে বোল্ড হয়ে ফেরেন। শুক্রবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে রাহকিন কর্নওয়ালের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে শূন্যরানে ফেরেন দেশসেরা এই ওপেনার।
শুক্রবার শূন্যরানে আউট হওয়ার মধ্য দিয় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়ে বাজে রেকর্ডের অংশীদার হলেন তামিম ইকবাল। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে দেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ৩৩ বার শূন্যরানে আউটের বাজে রেকর্ড গড়লেন তামিম। তার মতো ৩৩ বার শূন্যরানে আউট হয়েছেন দেশের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আন্তর্জাতিক ক্রিকেটে ৩২ বার শূন্যরানে আউট হয়েছেন সাকেব অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম শূন্যরানে আউট হন ২৬ বার। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন আউট হন ২৫ বার।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ৫৯বার শূণ্য রানে আউট হওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন। ৫৪ বার আউট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা পেসার কোর্টনি ওয়ালশ। ৫৩বার শূন্য রানে আউট হয়েছেন শ্রীলংকার সাবেক তারকা ব্যাটসম্যান সনাথ জয়সুরিয়া। আজকের তানোর