শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:০৩ am
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী :
রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি (আজ ৬ ফেব্রুয়ারি) রোববার সকাল সাড়ে ১০ টায় গোদাগাড়ী মডেল থানা কর্তৃক আয়োজিত এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং ফোরাম উপজেলা কমিটির সভাপতি (অবসরপ্রাপ্ত শিক্ষক) রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আলমগীর কবির তোতা।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার ছাড়াও মানব কল্যাণ পরিষদের উপজেলা কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম এবং সিপিএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে পুলিশ জনবান্ধব হিসেবে দায়িত্ব পালন করছে। পুলিশ বন্ধুর মতো আচরণ করে অপরাধ নির্মুলে ভূমিকা রেখে চলেছে। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করতে জনসাধারণের সহায়তা প্রয়োজন। আজকের তানোর