রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৩৯ pm
আন্তর্জাতিক ডেস্ক : কর্ণাটকে হিজাব পরিধান করে শ্রেণিকক্ষে অংশ নেওয়ার আন্দোলন একাধিক কলেজে ছড়িয়ে পড়েছে। শুক্রবার কুন্দাপুরের ভান্ডারকারস আর্টস আর্টস অ্যান্ড সাইন্স ডিগ্রি কলেজে প্রায় ৪০ শিক্ষার্থী হিজাব পরে কলেজের গেটে দাঁড়ান। তাদের সঙ্গে প্রতিবাদে অংশ নেন ছাত্ররাও।
ভারতের এই রাজ্যটিতে হিজাব পরে শ্রেণিকক্ষে অংশ নিতে নিষেধাজ্ঞা রয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার ভান্ডারকারস আর্টস আর্টস অ্যান্ড সাইন্স ডিগ্রি কলেজে যারা হিজাব পরে কলেজ গেটের বাইরে দাঁড়ান তাদের বয়স ১৮-২০। কর্ণাটকের বিভিন্ন কলেজে হিজাব পরে ঢুকতে না দেওয়ার প্রতিবাদ জানান তারা। একইসঙ্গে কর্তৃপক্ষের কাছে জানতে চান কেন তারা হিজাব নিষিদ্ধ করছে।
এই কলেজের নিয়ম রয়েছে- কলেজ ক্যাম্পাসের ভেতর ছাত্রীরা স্কার্ফ পরতে পারবে। তবে স্কার্ফের রঙ ওড়নার রঙের সঙ্গে মিল থাকতে হবে। এছাড়া ক্যান্টিনসহ কলেজের কোথাও ছাত্র-ছাত্রীরা অন্য কোনো ধরনের পোশাক পরতে পারবে না।
এর আগে কর্ণাটকের কুন্দাপুর উপকূল এলাকার উদুপুর জেলার একটি কলেজে হিজাব পরার কারণে ছাত্রীদের কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অধ্যক্ষের কাছে কলেজছাত্রীদের অনুনয় করতে দেখা যায়। তারা অধ্যক্ষকে হিজাব পরে ক্লাসে অংশ নেওয়ার অনুমতি প্রদান করার আহ্বান জানান।
তার আগে রাজ্যের পিইউ গার্লস কলেজে হিজাব পরার কারণে ৬ জন ছাত্রীকে কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপর এটা নিয়ে বিতর্ক শুরু হয়।