সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৪৫ pm
নিজস্ব প্রতিবেদক : শুক্রবার সকাল থেকেই রাজশাহীতে গুড়ি গুড়ি বৃষ্টি। সূর্য ঢাকা পড়েছে মেঘের আড়ালে। গুড়ি গুড়ি বৃষ্টি এবং সেই সঙ্গে আকাশে মেঘও রয়েছে। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য মতে, রাজশাহীতে রবিবার সর্বনিন্ম তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সকালে রাজশাহী মহানগরীর রেলগেট, নিউ মার্কেট সাহেব বাজার গিয়ে দেখা যায়, বৃষ্টিতে খেটে খাওয়া মানুষের দূর্ভোগ বেড়েছে। বৃষ্টি উপেক্ষা করে কর্মজীবী মানুষ বাইরে বের হয়েছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে রাস্তায় মানুষের চলাচল ও গাড়ি চলাচল ছিলো অনেক কম। রাস্তায় অল্প পরিমাণে গাড়ি চলাচল করছে।
জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত রাজশাহীতে ১০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকাল ৭ টায় এই মাঝারি বৃষ্টি শুরু হয়। আকাশে মেঘ রয়েছে। আরো দুই একদিন এই বৃষ্টি থাকতে পারে।