শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১০:২০ pm
ডেস্ক রির্পোট : নাটোরের বাগাতিপাড়ায় মাঘের বৃষ্টিতে শীত জেঁকে বসেছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দিনব্যাপী গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে শীতের তীব্রতা বেড়েছে। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পায়।
একদিকে শীতের তীব্রতা; অন্য দিকে বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দুর্ভোগে পড়েছেন ভাসমান ও নিম্নআয়ের মানুষ।
বাগাতিপাড়া উপজেলার চকতকিনগর এলাকার ভ্যানচালক জামাল হোসেন বলেন, বৃষ্টির কারণে সকাল থেকে মানুষজন ঘর থেকে বের হয়নি। সকাল থেকে ভাড়া না পেয়ে ভ্যান নিয়ে সারাদিন বাড়িতে বসে আছি।
একই এলাকার অপর ভ্যানচালক রওশন বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে রাস্তা-ঘাট ফাঁকা। ভাড়াও পাওয়া যায়নি। ফলে বাড়িতে বাজারের টাকা জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।
তমালতলা বাজারের দোকানি নাজমুল বলেন, শুক্রবার তমালতলা হাটের দিনে ভোরবেলা থেকে লোকজনের কোলাহল থাকে, কিন্তু বৃষ্টি ও শীতের তীব্রতার কারণে লোকসমাগম নেই। ফলে বেচা-কেনাও তেমন নেই।
একই বাজারের চা দোকানি সুজন বলেন, বৃষ্টির কারণে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় লোকের উপস্থিতি না থাকায় চায়ের বিক্রিও তেমন হয়নি।
বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল বলেন, মাঘের শীতের ওপরে বৃষ্টির কারণে শীতের তীব্রতা বেড়ে মানুষের দুর্ভোগও বেড়েছে। বৃষ্টির কারণে পূর্ব নির্ধারিত কয়েকটি কর্মসূচিও তিনি বাতিল করেছেন।
এদিকে শীতজুড়েই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন। আজকের তানোর