শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৫০ am
মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বানিজ্যকভাবে বরুই (কুল) চাষে ভাগ্য পরিবর্তন ঘটেছে এক যুবকের। উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের ঝিকড়া কুন্দলিয়া গ্রামের এহসান আলীর ছেলে রহমত আলী মিঠুন। ৫৫ বিঘা জমিতে বল সুন্দরী জাতের বরুই চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। এতে তাঁর অন্যরকম সাফল্য ঘটেছে।
বরুই চাষি যুবক মিঠুন বলেন, জমি বর্গা নিয়ে ধান চাষ করে তেমন লাভবান হতে পারেনি। কিন্তু বরুই চাষে এক বছরে ৯ লক্ষ টাকা আয় করেছে। বরুই চাষে ১০ লাখ টাকা খরচ হলেও ১৯ লাখ টাকার বরুই বিক্রি করে।
কৃষক মিঠুন আরো বলেন, ঝিকড়া ব্লকে উপ সহকারী কৃষি কর্মকর্তা নুরুল ইসলামের কারিগরি সহযোগিতা ও পরামর্শে ৫৫ বিঘা জমিতে বরুই চারা রোপন করে ২০২১ সালে মার্চে মাসে। চলতি মৌসুমে ১৯ লাখ টাকার বরুই বিক্রি করেছে। আগামী বছর বরুই এর বাগানে তেমন খরচ হবে না। তবে এবারের চেয়ে আগামী বছর বরুয়ের ফলন আরো বেশি হবে।
উপ সহকারী কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, বরুই চাষে সেচ কম প্রয়োজন হয়। সময়মত সার ও কীটনাশক ব্যবহার করা গেলে বরুই ফলন ভালো পাওয়া যাবে। এ ক্ষেত্রে কৃষক মিঠুন সঠিকভাবে বরুই বাগানের পরিচর্চা করায় সাফল্য পেয়েছে। বরুই চাষের পাশাপাশি বল সুন্দরী জাতের বরুই চারা তৈরী করে অন্য কৃষকদের কাছে কম মূল্য সরবারহ করছে এই কৃষক। মিঠুনের বরুই বাগানে ২০ জন কৃষি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, আগ্রহী বরুই চাষিদের প্রশিক্ষণের সঙ্গে ভালো জাতের বরুই চারা ব্যবস্থা করছে গোদাগাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মোজদার হোসেন বলেন, বরেন্দ্র লাল মাটিতে বরুই চাষের জন্য উপযোগী। এছাড়াও চর অঞ্চলে বানিজ্যকভাবে বরুই চাষ বূদ্ধি পাচ্ছে। আজকের তানোর