শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৩২ pm
ডেস্ক রির্পোট : যুগান্তরের ২৩ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে বরগুনায়। বুধবার দুপুরে জেলা সাংবাদিক ইউনিয়নে ঘরোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ।
পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কেবল পত্রিকাটির প্রতিষ্ঠাতাই নন, তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। যুগান্তর সবার প্রিয় পত্রিকা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যুগান্তর ও যমুনা গ্রুপ দেশে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। পত্রিকাটি সব সময় দুর্নীতির বিরুদ্ধে নিউজ করছে। এ ধরনের নিউজ করতে যুগান্তর যে সাহসী ভূমিকা রাখে তা প্রশংসার দাবি রাখে।
পৌর মেয়র কামরুল আহসান মহারাজ বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল কখনও বিদেশে বিনিয়োগ করেননি। তিনি দেশের উন্নয়নের একজন অংশীদার। দেশকে ভালোবেসে তিনি যুদ্ধে অংশ নিয়েছেন, আবার দেশের স্বার্থে তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী হয়ে বিদেশে বিনিয়োগ করেননি। তার প্রতিষ্ঠিত যুগান্তর দেশের পাঠক চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। পৃথিবীর ১৮৫ দেশের মানুষ আজকে যুগান্তর পড়তে পারছে। আমিও নিয়মিত যুগান্তর পড়ি।
সাংবাদিক ইউনিয়নের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তরের স্টাফ রিপোর্টার এম মজিবুল হক কিসলু।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মোতালেব মৃধা, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, সদর থানার ওসি আলী আহম্মদ, যুগান্তরের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম রতন, জেলা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইমরান হোসেন টিটু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের স্মরণে আলহাজ্ব আবদুল মোতালেব মৃধা ও আবদুল মোতালেবকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ ফয়জুল ইসলাম। আজকের তানোর