রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০১:৫৪ pm

সংবাদ শিরোনাম ::
বদলে যাচ্ছে পুলিশ, স্থায়ী রূপ পাচ্ছে ‘পুলিশ কমিশন’ হাসিনার কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেফতার দেশের ক্রিকেট, ব্যর্থ বোর্ডের ব্যর্থ দল : লেখক, গুঞ্জন রহমান জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে : তারেক জিয়া নগরীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা তানোরে শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব সম্পাদক হাবিব নির্বাচিত নাচোলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নগরীতে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার নাচোলে কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের দাবি স্বজনদের রাজধানীতে কঠোর অভিযানের পরও বেপরোয়া অপরাধীরা মেঘনা নদীর পারে মানুষ বিক্রিতে ওরা কোটিপতি নির্বাচিত সংসদ ছাড়া করা যায় না সংবিধান পরিবর্তন : গয়েশ্বর সকল ধর্মের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই : সেনাপ্রধান কৃষক-বিজ্ঞানী সম্মেলনে মালয়েশিয়ায় স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে : আসিফ নজরুল দুর্গাপুরে ‘অরবিট কোচিং’ সেন্টারে এসএসসি প্রস্তুতি ক্লাসের উদ্বোধন কীর্তিমান আব্দুর রাজ্জাকের বীরত্ব আজও মনে পড়ে মুক্তিযোদ্ধাদের জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল রাজশাহীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার
নিহত হিমেলের নামেই হচ্ছে, রাবি’র নির্মাণাধীন একাডেমিক ভবন

নিহত হিমেলের নামেই হচ্ছে, রাবি’র নির্মাণাধীন একাডেমিক ভবন

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক দুর্ঘটনায় নিহত হিমেলের পক্ষে সাধারণ শিক্ষার্থীদের দেওয়া নয় দাবির সবকটি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলা মাঠে সাধারণ শিক্ষার্থীদের সাথে এক উন্মত্ত আলোচনায় এসব দাবি মেনে নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নব্য নিযুক্ত প্রক্টর অধ্যাপক আশাবুল হক, গণসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

আলোচনার একপর্যায়ে শিক্ষার্থীরা নয়টি দাবি তুলে ধরে। দাবিগুলো হলো :

১. নিহত হিমেলের পরিবারকে নূন্যতম ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক।

২. ট্রাক ড্রাইভারকে আটক ও বিচারের আওতায় আনতে হবে

৩. নির্মাণাধীন ভবনের নাম ও যে রাস্তায় দূর্ঘটনা ঘটেছে সেটির নাম হিমেলের নামে রাখা ।

৪. বিশ্ববিদ্যালয়ের সকল রাস্তা ঠিক না করা পর্যন্ত সব ধরনের অবকাঠামো উন্নয়ন কাজ বন্ধ থাকবে।

৫. বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে

৬. বিশ্ববিদ্যালয়ে প্রবেশের কাজলা, মেইন গেইট ও বিনোদপুরে ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।

৭. বিশ্ববিদ্যালয়ের সকল নীতিনির্ধারণে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

৮. অতি দ্রুত রাকসু নির্বাচন দিতে হবে।

৯. আহত রিয়েলের চিকিৎসার ব্যয়ভার ও আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

দাবি উত্থাপন শেষে উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন ‘সকল দাবি গুরুত্ব দিয়ে অতিদ্রুত বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্পূর্ণ ক্যাম্পাসে লাইটের ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দাবি অনুযায়ী নির্মাণাধীন ভবনের নাম নিহত মাহবুব হাবিব হিমেলের নামে রাখা হবে । এছাড়াও দূর্ঘটনার স্থানে তাঁর নামে একটি স্মৃতিফলক নির্মাণ করা হবে।

তিনি জানান, আহত রিমেলের ব্যয়ভার গ্রহণ, ক্ষতিপূরণ ও ধ্বংস হওয়া বাইকটির পরিবর্তে নতুন একটি মোটরসাইকেল দেওয়া হবে।

উল্লেখ্য, নিহত হিমেলের নামে তার পরিবারকে একটি একাউন্ট খুলে দেওয়া হবে যেখানে প্রতিমাসে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। এরই অংশ হিসেবে আজ সকালে নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকার চেক প্রদান করা হয়। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.