রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:৫৪ am
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে সাত বছর পর শিশু রবিউল ইসলাম (১৩) কে হবিগঞ্জে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শেখ রাসেল শিশু প্রশিক্ষণ-পুনর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক কাঞ্চন কুমার দাস।
এর আগে দুপুরে পরিবারের সদস্যদের কাছে শিশু রবিউল ইসলামকে তুলে দেয়া হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, হবিগঞ্জের লাখাই উপজেলার নাজিমুদ্দিন ও নাহার বেগম দম্পতির ছেলে রবিউল ইসলাম গত ৭ বছর আগে বাড়ি থেকে বের হয়ে জয়পুরহাট রেলস্টেশন চলে আসে।
এক পর্যায়ে তাকে রাজশাহী শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসলে শিবগঞ্জে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে রেফার্ড করা হয়। প্রায় ২ বছর শিশুটির কাউন্সেলিং করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। এক পর্যায়ে সে নিজ জেলা হবিগঞ্জের লাখাই উপজেলার কথা বলে।
পরবর্তীতে লাখাই উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে শিশুটির অভিভাবককে খুঁজে বের করা হয় এবং নিশ্চিত করা হয় নাজিমুদ্দিন ও নাহার বেগম দম্পতি ছেলে হচ্ছে রবিউল ইসলাম। বুধবার দুপুরে কেইস ম্যানেজমেন্টের পরিকল্পনায় লাখাই উপজেলা প্রশাসনের মাধ্যমে শিশু রবিউলকে তার পরিবারে পুনঃএকীকরন করা হয়।
পরিবারের সদস্য ছাড়াও শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা, লাখাই উপজেলার জনপ্রতিনিধি, সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে পরিবারের সদস্যরা হারানো শিশুকে পেয়ে দারুন খুশি। একই সঙ্গে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনবার্সন কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শিশুটির পরিবার। আজকের তানোর