মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:২৬ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচন ঘিরে মেয়র মিজানুর রহমান মিজান তানোর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ (৫ ফেব্রুয়ারী) শুক্রবার বিকেলে মেয়র তার গুবিরপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিক ডেকে এ মতবিনিময় করেন তিনি।
জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারী তানোর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন যাতে নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়। সেলক্ষে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক ছাড়াও সকলের সহযোগীতা কামনা করেন মেয়র মিজান। এসময় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না বা দর্পণ। আপনাদেরকে নিরপেক্ষ ভাবে সত্য ঘটনা তুলে ধরার পাশাপাশি নির্বাচনী পরিবেশ যেন নষ্ট না হয় সেদিকেও ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, কোন ভাবেই যেন সংবাদ প্রভাবিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও অবাধ ও সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে সকলকে সঠিক তথ্য তুলে ধরে সংবাদ পরিবেশন করার আহবান জানান মেয়র মিজান। তবে, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুষ্ঠ ও ভালো আছে এবং কোন সমস্যা হচ্ছে না বলেও জানান মেয়র। পরিশেষে তিনি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবার জন্য প্রশাসনসহ সকলের সুদৃষ্টি কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজুু, সিনিয়র সহসভাপতি ইমরান হোসাইন, সহসভাপতি আশরাফুল ইসলাম রন্জু, মামুনুর রশিদ মামুন, লুৎফর রহমান, আশরাফুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক আলিফ হোসেন, কোষাধ্যক্ষ সোহেল রানা, জাকির হোসেন টুটুল, সারোযার হোসেন, ক্রীড়া সম্পাদক আবুল কাশেম বাবু, জুয়েল মাহাবুব, বেনজির আহমেদ, তোফাজ্জুল হোসেন, সুজন মন্ডল ও সদস্য বাপ্পী প্রমুখ। আজকের তানোর