রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:৫৬ pm
ইমরান হোসাইন : রাজশাহীর তানোরে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সম্প্রতি আজ (২৯ জানুয়ারী) শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কামারগাঁ বাজার চত্বরে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫০ জন হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।
কামারগাঁ বাজার বনিক সমিতির সভাপতি জুয়েল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কামারগাঁ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বী ফরাদ।
এতে উপস্থিত ছিলেন, কামারগাঁ খাদ্যগুদামের এলএসডি ও তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ কামাগাঁ বাজারের বিভিন্ন ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও কামারগাঁ ইউপির সংরক্ষিত নারী সদস্যসহ এলাকার হতদরিদ্র মানুষ।
এরআগে গত ৩ দিন ধরে রাতে তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন গিয়ে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন।
ইউএনওর কাছ থেকে কম্বল পেয়ে হতদরিদ্ররা বলেন, ইউএনও স্যার এভাবে এলাকায় গিয়ে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর কম্বল বিতরণ করায় সঠিক ব্যক্তিরাই এসব কম্বল পাচ্ছেন বলে ইউএনও’র দীর্ঘায়ু কামনা তারা। আজকের তানোর