শনিবর, ২১ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৪:৪৬ pm

সংবাদ শিরোনাম ::
ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী
অস্ট্রেলিয়ায় বুস্টার ডোজ পাচ্ছে ১৬-১৭ বছর বয়সীরা

অস্ট্রেলিয়ায় বুস্টার ডোজ পাচ্ছে ১৬-১৭ বছর বয়সীরা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারি প্রতিরোধে ১৬ ও ১৭ বছর বয়সীদের জন্য কোভিড-১৯ টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার (২৮ জানুয়ারি) এই অনুমোদন দেয় দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এছাড়া ভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের ঝুঁকি কমিয়ে আনতে এই বয়সীদের দ্রুত বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (টিজিএ) জানিয়েছে, করোনাভাইরাস মহামারি প্রতিরোধে ১৬ ও ১৭ বছর বয়সীদের জন্য মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ফাইজারের করোনার টিকার বুস্টার ডেজের অনুমোদন দিয়েছে তারা। এই অনুমোদনের মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ব্রিটেনের পথেই হাঁটল প্রশান্ত মহাসাগরীয় এই দেশটি।

করোনা টিকাদানের হারে বিশ্বের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর একটি অস্ট্রেলিয়া। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অস্ট্রেলিয়ার মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯৩ শতাংশেরও বেশি মানুষ করোনা টিকার উভয় ডোজ সম্পন্ন করেছেন। এছাড়া ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে ইতোমধ্যেই বুস্টার ডোজ নিয়েছেন প্রায় ৩৫ শতাংশ মানুষ।

এর আগে চলতি মাসের শুরুতে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকার আওতায় আনে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে প্রায় ২৩ লাখ অস্ট্রেলীয় শিশু করোনা টিকা পাবে বলে মনে করা হচ্ছে।

অবশ্য থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (টিজিএ) ১৬ ও ১৭ বছর বয়সীদের জন্য কোভিড-১৯ টিকার বুস্টার ডোজের অনুমোদন দিলেও কবে নাগাদ সেই টিকাদান কার্যক্রম শুরু হতে পারে সেটি জানায়নি সংস্থাটি। টিজিএ বলছে, ১৬ ও ১৭ বছর বয়সীদের বুস্টার ডোজ নেওয়ার সময় নির্ধারণ করবে দেশটির টিকাদান বিষয়ক পরামর্শদাতা গ্রুপ।

ওমিক্রন ভ্যারিয়েন্টের তাণ্ডবে অস্ট্রেলিয়ায় সম্প্রতি ভাইরাসের সংক্রমণ অনেক বেড়েছে। মহামারির শুরু থেকে দেশটিতে প্রায় ২৪ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এর মধ্যে প্রায় ২০ লাখ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন গত চার সপ্তাহে।

রয়টার্স বলছে, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় করোনায় মারা গেছেন ৮৭ জন। করোনা মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মোট ৩ হাজার ৪০২ জন মারা গেছেন। অন্য দেশগুলোর তুলনায় প্রশান্ত মহাসাগরীয় এই দেশটিতে প্রাণহানির সংখ্যা অনেক কম। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.