সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০১:৩২ am
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে চেয়ারম্যানপুত্রসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, সম্প্রতি ২৫ জানুয়ারী মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল)
আসাদুজ্জামানের নির্দেশে তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসানের নেতৃত্বে এসআই নেজাম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৫জনকে আটক করেছেন।
আটককৃতরা হলেন- জিআর ১৪১/১৯ নম্বর মামলার আসামী কামারগাঁ ইউপি’র সাবেক চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রামানিকের পুত্র মোজাম্মেল হক ওরফে মোজাম, সিআর ৩০৫/১৮ নম্বর মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মনিরুল ইসলাম, পিতা-মৃত আনসার সরকার, সাং-মোহর থানা-তানোর।
এছাড়াও তানোর পৌরসভা এলাকায় দুইজন ব্যক্তি সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাঁরা সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদের দু’জনের একজন আব্দুল্লাহ আল মামুন (২৫) ও আরেকজন রাতুল ইসলাম(৩৪) কে আটক করা হয়। আব্দুল্লাহর পিতা-মৃত সাদেক আলী। তার গ্রাম হরগ্রাম। আরেকজনের পিতা-পিয়ারুল ইসলাম। তার গ্রাম কাশিয়াডাঙ্গা। উভয়ের থানা-কাশিয়াডাঙ্গা, জেলা-রাজশাহী।
অপরদিকে, পিতা-মৃত খলিল মোল্লা, সাং-ধোরশা, থানা-মোহনপুর, জেলা-রাজশাহীকে ৬০০ গ্রাম হেরোইনসহ আটক করে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আজকের তানোর