শনিবর, ৩০ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪৬ am
নিজস্ব প্রতিবেদক : সেশনজট নিরসনে উদ্যোগ নিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য ডা. এজেডএম মোস্তাক হোসেনকে তারা এই আল্টিমেটাম দেন। এই সময়ে উদ্যোগ না নিলে তার বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন রামেবি অধিভুক্ত এই নার্সিং কলেজের সহস্রাধিক শিক্ষার্থীর।
সেশনজট কমানোর দাবিতে বুধবার রাজশাহী নার্সিং কলেজের বিভিন্ন সেশনের চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্সের শিক্ষার্থীরা তিন ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ-সমাবেশ করেন।
এরপর তারা কলেজ অধ্যক্ষ ড. ফয়েজুর রহমানের মাধ্যমে রামেবি উপাচার্য বরাবর একটি লিখিত আবেদনপত্র দেন।
সমাবেশে তারা বলেন, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের নার্সিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজশাহী নার্সিং কলেজে ভর্তি হই। একই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তাদের শিক্ষাকার্যক্রম দেড় বছর এগিয়ে আছে।
কিন্তু রামেবি অধিভুক্ত সরকারি ও প্রাইভেট নার্সিং কলেজগুলোর শিক্ষার্থীরা সেশনজটে পড়েছে। সেশনজট নিরসনে কলেজ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এক বছরে কয়েকদফা শিক্ষার্থী প্রতিনিধি দল সাক্ষাত করে দ্রুত সেশনজট নিরসনের আবেদন করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত সেশনজট নিরসনে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি।
শিক্ষার্থীরা আরো বলেন, পরিস্থিতি এতটাই জটিল হয়ে দাঁড়িয়েছে যে এখন সেশনজটের ক্ষতি থেকে নিস্তার পাওয়া সম্ভব নয়। এ কারণে শিক্ষার্থীরা হতাশ।
এ বিষয়ে জানতে চাইলে রামেবি উপাচার্য ডা. এজেডএম মোস্তাক হোসেন বলেন, ‘করোনার কারণে সেশনজট দেখা দিয়েছে। আগের ভিসি অসুস্থ থাকার কারণে কোনো উদ্যোগ নিতে পারেননি। এখন সমাধান তো এক মূহূর্তেই হবে না। ক্রমান্বয়ে কাভার করার চেষ্টায় আছি। আজকের তানোর