রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫৯ pm
আন্তর্জাতিক ডেস্ক : আবাসিক স্কুলে পড়তে গিয়ে শিক্ষিত হওয়ার বদলে অনেক শিশু হয়েছে লাশ। আর সেই শিশুদের খোঁজ একটু একটু করে বের হচ্ছে কানাডায়। হতভাগ্য এই শিশুগুলো কানাডার আদিবাসী ছিল। এবার নতুন করে প্রায় ১০০ শিশুর কবর খুঁজে বের করেছে উইলিয়ামস লেক ফার্স্ট নেশন নামে কানাডার একটি আদিবাসী সংঘটন।
এ সংঘটনটি জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত সেন্ট জোসেফ মিশন আবাসিক স্কুলের পাশে ভৌগলিক জরিপ চালিয়ে তারা এ কবরগুলোর সন্ধান পেয়েছেন।
লাশ হয়ে যাওয়া এসব শিশুর পরিবারের কাছ থেকে নিয়ে যাওয়া হতো। সেখানে তাদের নিজস্ব ভাষায় কথা বলতে দেয়া হতো না। সঙ্গে চলত শারীরিক ও মানসিক নির্যাতন। আর অব্যাহত নির্যাতনের কারণে এক সময় মৃত্যুর মুখে পতিত হয়েছে তারা।
কানাডার সরকারের নির্দেশে ১৮৯৪ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত আদিবাসী শিশুদের বাধ্যতামূলকভাবে আবাসিক স্কুলে থাকতে হতো।
এদিকে স্কুলের পাশে শিশুদের কবর খুঁজে পাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০২১ সালের মে মাসে নামবিহীন প্রায় ১ হাজার শিশুর কবর খুঁজে পায় তারা।
এরপর থেকে প্রায়ই এসব পুরনো আবাসিক স্কুলগুলোর পাশ থেকে মিলছে শিশুদের কবর বা কঙ্কাল। সূত্র: ডেইলি সাবাহ