সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:৪৭ pm
নিজস্ব প্রতিবেদক : লফস এর আয়োজনে হরিজন পল্লীতে হরিজন সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা, শান্তি ও সম্প্রীতি স্থাপনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ায়ী সোমবার বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার – লফস এর আয়োজনে দাতা সংস্থা দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় হরিজন সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা, শান্তি ও সম্প্রীতি স্থাপনে বাধা ও বৈষম্য নিরসনে এ্যাডভোকেসী প্রকল্প এর আওতায় নগরীর ১১ নং ওয়ার্ডের হরিজন পল্লীর হরিজন সার্বজনীয় সাংস্কতিক সংঘ ক্লাব ঘরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে হরিজন সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা, শান্তি ও সম্প্রীতি স্থাপনে বাধা ও বৈষম্য বিষয়ে মুক্ত আলোচনা হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন লফস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী জীবন বাবু, সভাপতি, ও শ্রী রাকেশ, কোষাধ্যক্ষ, হরিজন সার্বজনীয় সাংস্কতিক সংঘ ক্লাব। উত্থাপিত প্রবন্ধ বিষয়ে আলাচনা করেন লফস এর প্রোগ্রাম এ্যাসিসটেন্ট সুলতানা রিজিয়া।
উঠান বৈঠকের অতিথিবৃন্দ বলেন হরিজন সম্প্রদায়ের সাথে ভিন্ন ধমাবর্লীর মধ্যে বৈষম্য দূরীকরণে সচেতন হতে হবে। তিনি বলেন হরিজন জনগোষ্ঠিকে তাদের নিজের অবস্থান থেকে সামনের দিকে এগিয়ে আসতে হবে এবং হীনমন্যতার জায়গা থেকে বেরিয়ে নিজেকে মেথর নয় মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।
শিক্ষার আলোয় সন্তানদের আলোকিত করতে হবে। উঠান বৈঠকে প্রায় ৩৫ জন উপকারভোগী সদস্য উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে উপকারভোগী সদস্যদে মাঝে করোনা উপকরণ বিতরণ করা হয়। আজকের তানোর