শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০২:৩৯ pm
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : করোনার দুটি ডোজ গ্রহণের পরেও রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সামিরা করোনায় আক্রান্ত হয়েছেন। বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে খেটেখাওয়া মানুষগুলোর পাশে দাঁড়াতে পারছেন না- এজন্য তার মনটা খারাপ লাগছে বলে জানান ইউএনও।
রোববার সন্ধ্যায় করোনার রিপোর্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার শরীরের করোনা পজিটিভ ধরা পড়ে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. আশিকুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা জ্বর, সর্দিসহ শরীরের ব্যথা অনুভব করলে গত শনিবার সকালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠালে রোববার সন্ধ্যায় রিপোর্ট আসে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা জানান, তিনি গত কয়েক দিন ধরে অসুস্থ বোধ করেন এবং তার শরীরে কোভিডের উপসর্গ দেখা যায়। শনিবার তিনি চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। তার জ্বর, সর্দি ও শরীরের ব্যথা আছে। জ্বর থেকে করোনার উপসর্গ দেখা দেয়।
তিনি আরও বলেন, বাসায় চিকিৎসা নিলেও খারাপ লাগছে। করোনার শুরু থেকেই জনগণের পাশে থেকে সব সময় জনগণকে সচেতন করেছি। বর্তমানে এ অঞ্চলে প্রচণ্ড শীত এবং বৈরী আবহাওয়ার কারণে খেটেখাওয়া মানুষগুলোর পাশে দাঁড়াতে পারছি না। এজন্য মনটা খারাপ লাগছে। তবে মহামারি করোনা মোকাবেলায় সরকারি সিদ্ধান্ত মেনে চলার পাশাপাশি মাস্ক ব্যবহারের আহবান জানান তিনি।