রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪৩ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
তামিমের সমস্যার কথা জানতে চান সুজন

তামিমের সমস্যার কথা জানতে চান সুজন

ক্রীড়া ডেস্ক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ (রোববার) কোনো ম্যাচ নেই। টানা দু’দিন খেলা চলার পর আজ ‘রেস্ট ডে’ চলছে। এ দিন পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে তামিম ইকবাল। শনিবার রাতে সংবাদমাধ্যমকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আর ফিরতে চান না তামিম। কেন ফিরতে চান না তিনি? উত্তর মেলেনি তামিমের পক্ষ থেকে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও জানতে চান তামিমের সমস্যাটা।

মিরপুরে আজ বিপিএলের দল ফরচুন বরিশালের অনুশীলের ফাকে সংবাদমাধ্যকে সুজন বলেন, ‘বাবলের মধ্যে আছি। আমি চাই না ফোনে কথা বলতে। সামনা সামনি বললে ভালো হয়। তামিমের সঙ্গে নিশ্চয়ই কথা হবে। ওদের সাথে খেলা আছে। খেলা শেষে পারলে কথা বলব। আসলেই ওর সমস্যাটা কোথায়। মনোমালিন্যের ব্যাপার যেটা আছে যেসব ছোটখাটো সমস্যা আছে, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। ইগোস্টিক থাকে অনেক সময় হয়ে যায়। অনেক সময় ছোটোখাটো ব্যাখ্যাটা ভুল হয়। সেটাকে ঠিক করার চেষ্টা করবো।’

তামিমের এমন সিদ্ধান্তের কথা শুনে অবাক হয়েছেন জাতীয় দলের টিম ডিরেক্টর এবং বিপিএলের দল ফরচুন বরিশালের হেড কোচ সুজন। এটি তামিমের ব্যক্তিগত ব্যাপার উল্লেখ করে সুজন জানালেন, কেউ যদি না চায় তাকে তো চাপ দেয়া যাবে না। ক্রিকেট তো বসে থাকবে না, সামনে এগিয়ে যেতে হবে।

সুজনের জবাব, ‘একটু তো অবাকই আমি। নিউজিল্যান্ড যাওয়ার আগেও আমি তামিমের সঙ্গে কথা বলেছিলাম যে কেন খেলবি না বা কারণ কি। তখন এতো কথা হয়নি। আমি বলেছিলাম আমি ফিরি আগে। তারপর কথা বলব। তার সঙ্গে কথাও হয়নি, তার আগেই পাপন ভাই অলরেডি বলে দিয়েছেন, তামিম পাপন ভাইকে বলেছে।’

সঙ্গে যোগ করেন সুজন, ‘এটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। ওর আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান কেউ রেডি আছে তা না। তার পরও এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি না চায় তাকে তো চাপ দেয়া যাবে না। আমাদের সামনে এগোতেই হবে। ক্রিকেট তো বসে থাকবে না।’

গত বছরের জুলাইয়ের জিম্বাবুয়ে সফর থেকে চোট নিয়ে ফেরেন তামিম ইকবাল। খেলেননি টি-টোয়েন্টি সিরিজ। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না চোটের কারণে। নাম সরিয়ে নেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। এমনকি ঘরের মাঠে পাকিস্তানে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না পাকিস্তানের বিপক্ষে সিরিজে।

তামিম টি-টোয়েন্টিতে সবশেষ কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালে, প্রায় ২ বছর আগে। টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেললেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর ফিরতে চান না তিনি। অনুরোধ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.