রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:১৯ pm
নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের ঘোড়া ঘাট এলাকায় সিঙ্গার শোরুমের পিছনে মৃত আব্দুস সোবহানের একটি পাঁচ রুম বিশিষ্ট দুই তলা বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগে।
জানা যায়, রবিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ ঘটিকার সময় বাড়ীর পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে এরপর আগুটি বৈদ্যুতিক তারের মাধ্যমে একটি রুমে পার হয়ে যায়। এ সময় দুইটি রুমে আগুন লেগে যায়। এতে একটি রুমে থাকা খাঁট ও আসবাবপত্র পুরে যায়। তবে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ সময় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের, প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে প্রায় ২০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে আর মালামাল উদ্ধার করা হয়েছে এক লক্ষ টাকার মতো।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম বলেন খবর পয়ে আমি ঘটনাস্থলে এসেছি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আজকের তানোর