বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৬:১১ am
বিনোদন ডেস্ক : ভারতের জি-বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা ২০১৯’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন মাইনুল আহসান নোবেল। এই শোয়ে অন্যের গাওয়া গান কাভার করে খুব অল্প সময়ের মধ্যে শ্রোতাপ্রিয়তা লাভ করেন তিনি। সংগীত ক্যারিয়ারের শুরুতেই বিতর্কে জড়ান নোবেল।
পরিণত হন বহুল চর্চিত নামে। শুরুতে ভক্তরা নোবেলের পক্ষে দাঁড়ালেও সময়ের সঙ্গে তারাও সরে যান। নোবেলের কা-জ্ঞানহীম কর্ম এজন্য দায়ী! খুব অল্প সময়ের ক্যারিয়ারে অনেক বিতর্কের জন্ম দিয়েছেন। যদিও পরবর্তীতে নিজের কা-জ্ঞানহীন কর্মের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। ইদানীং মৌলিক গানে মনোযোগী হয়েছেন নোবেল। একটি প্রযোজনা প্রতিষ্ঠানও তাকে কাজের সুযোগ করে দিয়েছে।
গত বছরের শেষের দিকে আসিফ আকবরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নোবেল। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি আসিফকে। এবার নোবেলের গায়কিতে মুগ্ধতার কথা জানালেন গানের এই যুবরাজ। আসিফ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেনÑ‘এই ছেলেটা আনপ্রেডিক্টেবল। ও কখন কি করে বসে জানি না। ভালো গার্ডিয়ানশীপ হয়তো এখন পেয়েছে। সাউন্ডটেক নোবেলের গান প্রডিউস করছে, আমি খুশী! নোবেলের নাট-বল্টুর সমন্বয়টা আদৌ হবে কিনা জানি না। এখন এই মূহুর্তে তাকে বাধ্য হয়েই ভালোবাসি। কারণ ছেলেটা কণ্ঠ ছেড়ে গায়।’
নোবেলের কণ্ঠে আসিফ তার পুরোনো দম খুঁজেন। বিষয়টি উল্লেখ করে আসিফ লিখেছেনÑ‘নোবেলের কণ্ঠে নিজের পুরোনো দম খুঁজি। ওর তেজস্বী কণ্ঠ শুনতে ভালো লাগে। যা গায় দম নিয়ে গায়। মেশিন মুশিনের কাহিনি নাই। দোয়া করি নোবেল যেন অনেক বাংলা মৌলিক গান গাওয়ার সুযোগ পায়। ঝুঁকি জেনেও নোবেলের পক্ষ নিচ্ছি, শুধু তার তেজস্বী গায়কির জন্য। নোবেলের কণ্ঠ আমাদের সম্পদ। এইবার ঠান্ডা মাথায় চলবে, এই কথা দিয়েছে আমায়। আমরা কিছু বেয়াড়া দোয়া করি তোমার জন্য নোবেল, শুধু গান গেয়ে যাও।’ আজকের তানোর