শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৮:১৫ am
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে (কোভিড-১৯) টিকাদানে অব্যবস্থাপনার ফলে টিকা নিতে আসা শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কোন নিয়ম না রেখে ঝুঁকিতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের।
বিশৃঙ্খলভাবে অরক্ষিত অবস্থায় টিকা নিতে আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীর অভিভাবকসহ স্থানীয়রা। সামাজিক দূরত্ব তো দূরের কথা, শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কি ও একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়ছিল লাইরে দাড়িয়ে। ছিল না কোন স্বাস্থ্যবিধি।
সরকারি নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী চলা স্কুল-মাদরাসার ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের মাঝে কভিড-১৯-এর টিকাদান কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫ হাজার ৮০০জন শিক্ষার্থী পাচ্ছে ফাইজার টিকা প্রদান চলছে।
বুধবার পর্যন্ত ২৪ হাজার জন শিক্ষার্থী টিকা নিয়েছে। বাকী ১৪ হাজার শিক্ষার্থীদের বৃহস্প্রতিবার টিকাদান শেষ হবে ।হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে টিকাদান কর্মসূচিতে আনসার ও পুলিশ সদস্যরা থাকলেও এতে স্বাস্থ্যবিধি ব্যাহত এবং চরম বিশৃঙ্খলা দেখা দেয়।
বুধবার দুপুরে উপজেলা কাকনহাট ও উপজেলা পরিষদ হল রুমের সামনে গিয়ে দেখা যায়, দুটি ভেন্যুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী এসেছে টিকা নিতে। শিক্ষার্থীদের সঙ্গে এসেছেন প্রতিষ্ঠানের শিক্ষকরাও। অনেকের মুখে মাস্কই ছিল না।
ক্ষোভ প্রকাশ করে রোজিনা খাতুন নামে শিক্ষার্থী জানায়, ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের টিকা দেওয়ার এই অবস্থা। নেই কোনো স্বাস্থ্যবিধি মানার প্রক্রিয়া, নেই মাস্ক। এভাবে স্বাস্থ্যঝুঁকি নিয়ে টিকাদানে না আসার জন্য শিক্ষার্থীদেরকে অনুরোধ জানাচ্ছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম বলেন, উপজেলায় ৩৫ হাজার ৮০০ শিক্ষার্থী পাচ্ছে ফাইজার টিকা। শিক্ষার্থীদের সংখ্যা বেশি থাকায় একটু হিমশিম খেতে হয়েছে। বৃহস্প্রতিবার শেষ হয়ে যাবে টিকাদান কর্মসুচি।