রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫০ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
মান্দায় আসামীদের হুমকিতে বাড়ি ছাড়া বাদিসহ পরিবার

মান্দায় আসামীদের হুমকিতে বাড়ি ছাড়া বাদিসহ পরিবার

আব্দুস সবুর, ভ্রাম্যমান প্রতিবেদক : নওগাঁ জেলার সীমান্তবর্তী মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নে (ইউপি) নৌকাবিরোধী এবং ভুমিগ্রাসী দানেশ ও মোবারক বাহিনীর বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছে ভুমিহীন নৌকার কর্মী বাদির পরিবার। আসামিদের অব্যাহত হুমকি-ধামকিতে ভুমিহীন চারজন আহত হয়।

এ ঘটনায় পাকুড়িয়া গ্রামের সাইদুল ইসলামের পুত্র আতাউর রহমান  বাদি হয়ে দানেশ ও মোবারকসহ ১০ জনের নাম উল্লেখ ও প্রায় ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মান্দা থানায় মামলা করেন। কিন্তু সেটি মামলা হিসেবে সংশ্লিষ্ট থানায় রেকর্ড হলেও আসামীদের হুমকিতে বাদির পরিবার গ্রাম ছাড়া। এদিকে, গত ১৪ জানুয়ারী শুক্রবার ভুমিগ্রাসী দানেশ ও মোবারক বাহিনী ফের ভুমিহীনদের ওপর হামলা করে। এতে চারজন গুরুত্বরসহ প্রায় ১০ জন আহত হয়।

এ ঘটনায় ভুমিহীনদের পক্ষে পাকুড়িয়া গ্রামের একরামুল হকের পুত্র ফারুক হোসেন বাদি থানায় মামলা দায়ের করেন। মামলার পর সম্প্রতি ৯ জানুয়ারি থেকেই পরিবারসহ দীর্ঘ প্রায় ১০ দিন যাবৎ এলাকা ছাড়া হয়ে মানবেতর জীবন-যাপন করছেন অসহায় পরিবার । এদিকে, প্রশাসনের রহস্যজনক ভুমিকায় এলাকাবাসীর মাঝে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। এবিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। ফলে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার উপজেলার মান্দা ভারশোঁ ইউপির মহানগর মৌজার উথরাইল বিলের জমি জবর-দখল এবং বিদ্রোহী  আলতাজের মদদে ভুমিগ্রাসী দানেশ ও মোবারক বাহিনীর হামলার ঘটনায় ফারুক হোসেন বাদি হয়ে দানেশ ও মোবারকসহ ২৭ জনকে আসামি করে মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ করার পরপরই ভুমিগ্রাসী দানেশ, মোবারক ও এন্তাজ আলী তুলে নিতে বাদির পরিবারকে নানা ধরণের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশ এমনকি ঘরবাড়ী জ্বালিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে বলেও একাধিক সুত্র নিশ্চিত করেছে।

আসামীদের অব্যাহত হুমকি-ধামকিতে বাদি ফারুক ও আতাউর পরিবারসহ এলাকা ছেড়ে পালিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। অথচ আসামিরা প্রকাশ্যে ঘুরলেও তাদের অজ্ঞাত কারণে পুলিশ খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ বাদী পক্ষের।  মোস্তাফিজুর রহমান সুমনের ভোট করায় বাদিসহ ভুমিহীনদের ওপর নৌকাবিরোধীদের এমন জুলুম-নির্যাতন কল্পনাহীন। ভারশোঁ ইউপির আমজনতা এবিষয়ে মানীয় প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলার এক নম্বর ভারশোঁ ইউনিয়নের মহানগর মৌজার উথরাইল বিলে প্রায় ২০০ বিঘা খাস জমি রয়েছে। কিন্ত্ত জমির শ্রেণী জলকর তাই পত্তন দেওয়া হয় না। শুস্ক মৌসুমে এসব জমি জেগে উঠলেও বর্ষা মৌসুমে ডুবে যায়। জেগে উঠা জমিতে বছরে একটি মাত্র ফসল হয়। ফলে বিল পাড়ের ভুমিহীনরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে এসব জমিতে ৬ মাস চাষাবাদ ও ৬ মাস মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওইদিনই মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে, এদের মধ্যে সিরাজ উদ্দিন এবং উজ্জলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে। এলাকাবাসী দানেশ ও মোবারক বাহিনীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ ব্যক্ত করে আইন প্রয়োগকারী সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেম কামনা করেছেন।

এবিষয়ে দানেশ ও মোবারক অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষরাই তাদের লোকজনকে মারপিট করেছে।

আতাউর জানান, সম্প্রতি ৯ জানুয়ারি থেকে বাড়িতে যেতে পারিনি। বাবা বাড়িতে নেই। বউ ছেলে বাবার বাড়িতে রয়েছে। শুধুমাত্র নৌকার কর্মী হিসেবে কাজ করার জন্যই এ অবস্হা। আরও ফারুক জানান, আমি বাড়িতে গেলে মেরে ফেলবে। বাবা-মা বাড়িতে থেকে বের হতে পারছেন না।অপরাধ নৌকার কর্মী ও পক্ষে থাকা।

এব্যাপারে মান্দার থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আসামিদের ধরতে অভিযান চলছে। কিন্তু আসামিরা পালিয়ে আছে। বাদিরা বলছেন আসামির এলাকায় চলাফেরা করছেন জানতে চাইলে তিনি জানান তারাতো বলবে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাসান  জানান, ফারুকের করা মামলায় ২২ জন আসামি জামিনে রয়েছে। বাঁকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বাদিরা এলাকা ছাড়া জানেনকি প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি তাদেরকে বাড়িতে পৌঁছে দিব। যাওয়ার পর মারপিট হলে দায় নিবে কে এড়িয়ে গিয়ে একই ধরনের কথা বলেন তিনি।

ইপজেলার ভারশো ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, পাকুড়িয়া গ্রামের বিএনপি ও আওয়ামী লীগ বিরোধী কিছু ভুমিগ্রাসী গরীবেরা ছোট ছোট জমি দখল করেছে। ওরা বেশি লোক তাই ওদের সঙ্গে কেউ পারে না। তিনি বলেন, এবার নৌকার পক্ষে যারা ছিলো তারা তাদেরকে জমি থেকে তুলে দিয়ে মারপিট করে গুরুতর আহত করেছে। এবিষয়ে জানতে চাইলে আলতাজ উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষরা অপপ্রচার করছে।

এবিষয়ে নওগাঁ জেলার মান্দা থানার সার্কেল এএসপি’র মোবাইলে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান আমি কিছুই জানিনা বলে মোবাইল সংযোগ বিছিন্ন। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.