মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৫:৪৩ pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এমন তথ্য জানিয়ে বলেন, প্রতারণার উদ্দেশে কোনো গোষ্ঠী বিএনপি মহাসচিবের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করছে।
রিজভী বলেন, আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই- বিএনপি মহাসচিবের নামে কোনো (Facebook Account) নেই ও তিনি ফেসবুক ব্যবহার করেন না। ইতোপূর্বে তিনি এ বিষয়ে বেশ কয়েকবার গণমাধ্যমে প্রতিবাদ করেছেন ও থানায় সাধারণ ডায়েরিও করেছেন। তাই এসব ভুয়া ফেসবুকের সঙ্গে বিএনপি মহাসচিবের কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি আরও বলেন, আমি দেশবাসীর জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো জালিয়াত চক্র বিএনপি মহাসচিবের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে তা ব্যবহার করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফেসবুক কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান রিজভী। সূত্র : যুগান্তর। আজকের তানোর