রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩৪ pm
সানাউল্লাহ স্বপন, তানোর :
রাজশাহীর তানোরে রাস্তার পাশে নিমগাছ কর্তন অবস্থায় ধাক্কা খেয়ে ভুটভটি উল্টে ঘটনাস্থলেই এক চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ (১৪ জানুয়ারী) শুক্রবার সকালে উপজেলার আজিজপুর গ্রামে। এঘটনায় নিহতের পিতা মো. বাবুল (৫২) বাদী হয়ে রাতেই তানোর থানায় নামধারী দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলার প্রেক্ষিতে আজিজপুর গ্রামের মাইনুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। তবে, তার ছেলে রাব্বি (২০) পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার মোহনপুর উপজেলার খড় ব্যবসায়ী মো. বাবুল প্রতিদিনের ন্যায় সম্প্রতি আজ শুক্রবার সকালে জেলার তানোর উপজেলার ভালুককান্দর গ্রামের আব্দুল বারীর নিকট হতে খড় ক্রয় করে তার ইঞ্জিল চালিত ভুটভুটিতে নিয়ে আজিজপুর গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলেন। এসময় মাইনুল ইসলাম ও তার ছেলে রাব্বি রাস্তার পাশে অসর্তক ও অবহেলায় নিমগাছ কর্তন করেন।
বাবুলের অভিযোগ, কিন্তু তাতে কোন সতর্ক চিহ্ন রাখেননি। ফলে স্বাভাবিক নিয়মে পাকারাস্তা দিয়ে ভুটভুটি চালিয়ে যান ফিরোজ (২২)। এসময় কর্তন অবস্থায় ওই গাছ চলন্ত ভুটভুটিতে পড়ে। এতে ভুটভুটি উল্টে যায়। ফলে তিনি লাফ দিয়ে রক্ষা পাই। কিন্তু তার ছেলে ফিরোজ চলন্ত ভুটভুটি থেকে ছিটকে পাশে আমগাছে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, ঘটনাটি নিয়ে থানায় পিতা ও পুত্রে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার সূত্র ধরে ওই গ্রামের মাইনুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাঁর ছেলে রাব্বি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আজকের তানোর