সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৪০ pm
নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি ১০ জানুয়ারি সন্ধ্যার আগে রাজশাহী মহানগরের বর্ণালী মোড় থেকে উপশহরে বন্ধুর বাসায় যাচ্ছিলেন কলেজছাত্র সৈকত (১৮)। সৈকত আমবাগানের উত্তরা ক্লিনিকের সামনে পৌঁছলে দুই যুবক তার বুকে ছুরি ধরে। সৈকতকে একটি অটোতে তুলে বিভিন্ন গলিপথ ঘুরে শাহমখদুম থানার আলিফ লাম মীম ভাটার মোড়ে নিয়ে যায়।
সেখানে অপহরণকারী দুই যুবক সৈকতের ফোন থেকে তার মাকে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করে। সৈকতের মা বিকাশে টাকা পাঠালে রাতে বাড়ি ফেরে সে। তবে ছিনতাইকারীরা তার স্মার্টফোনটি রেখে দেয়।
এদিকে বোয়ালিয়া থানায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ দায়েরের পর পুলিশ তৎপর হয়ে উঠেন। আরএমপির সাইবার ইউনিট সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপহরণকারী দুই যুবককে শনাক্ত করেন।
বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার নিউমার্কেট এলাকা থেকে জাহেদুল ইসলাম ওরফে জহুরুল ইসলাম ওরফে রেন্টু (৩৫) ও আলীমুজ্জামান আলীমকে (৩২) গ্রেফতার করেন।
বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, ছিনতাই ও চাঁদাবাজ রেন্টু নগরীর বালিয়া পুকুর বড় বটতলার খয়রাত আলীর ছেলে। অপরজন আলীমুজ্জামান সাধুর মোড় এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে।
ওসি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে দুই চাঁদাবাজকে চিহ্নিত করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কলেজছাত্র সৈকতের মোবাইল ফোনটি তাদের কাছে পাওয়া গেছে। আজকের তানোর