শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৩৮ am
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পরিবেশ উন্নয়নে ফলজ গাছ বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩ টার সময় উপজেলার সুন্দরপুর গ্রামে সুন্দরপুর গণ পাঠশালা আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির সহযোগিতায় এ অনুষ্ঠান হয়। ফাদার লিটন কস্তার সভাপতিত্বে সংবর্ধনা ও গাছ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজউদ্দীন বিশ্বাস, কাকনহাট পৌর কাউন্সিলর কল্লোল হোসেন মোল্লা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির ম্যানেজার লাভলু খান, রাজেন হেমরম,লুচিয়ান্না সরেন,যশেন হেমরম।
এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা,এন্ড্রিফুশ মুর্মু প্রমূখ।
প্রধান অতিথি এর আগে সুন্দরপুর গণ পাঠশালায় আমের গাছ রোপন করে বলেন,এই গ্রামে প্রতিটি পরিবারে কম করে হলেও ৩টি করে পেঁপে ও আম গাছ লাগাতে হবে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির সহযোগিতায় উল্লেখ্য যে,সুন্দরপুরে প্রত্যকটি পরিবারে পেপেঁ ও আম গাছ রোপন করলে পরিবারের পুষ্টি ও আর্থিক উন্নয়ন হবে।
এই গ্রামের সব পরিবারকে বিনামূল্য গরু,ছাগল ও ভেড়া দেয়া হবে। সেই সাথে পরিবেশ বান্ধব বন্ধুচুলা ব্যবহার নিশ্চিত করতে করা হবে। পরবর্তীতে ওই গ্রামের নাম হবে পেপেঁ গ্রাম। আজকের তানোর