রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:০০ pm
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের আরোপিত বিধি-নিষেধের প্রতিবাদে নতুন করে আন্দোলন করেছেন বেশ কয়েকজন নারী। তারা জানিয়েছেন, বাধ্যতামূলকভাবে তালেবান বোরকা পড়ার যে নির্দেশ দিয়েছে সেটি ওঠিয়ে দিতে হবে। কারণ এটি হলো ভারতীয় পোশাক। তাই তারা বিদেশী কোনো পোশাক পড়তে চান না।
কাবুলে আন্দোলনরত শাহলা আরিফি নামে এক নারী বলেন, আজ আমি বলতে চাই বোরকা আমাদের হিজাব না। এটি সেই হিজাব যেটি ভারত ও ব্রিটেন আমাদের ওপর চাপিয়ে দিয়েছে।
তাছাড়া দূরের পথে যাতায়াত করতে নারীদের সঙ্গে পুরুষদের বাধ্যতামূলকভাবে থাকার বিষয়টিও ওঠিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনরত নারীরা।
তবে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো নারীকে বোরকা বা হিজাব পড়তে জোর করছেন না। তালেবানের এক মুখপাত্র বলেন, হিজাব হলো আল্লাহর নির্দেশ, ইসলামের নিয়ম। কিন্তু হিজাব পড়তে আমরা জোর করছি না। সূত্র : তোলো নিউজ