সমবার, ১১ নভেম্বর ২০২৪, সময় : ০৪:১০ am
ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের প্রস্তুতি জোরদারের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মঙ্গলবার সেন্ট কিটসের ওয়র্নার পার্কে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৭ রান করে বাংলাদেশ যুব দল।
দলের হয়ে ৮২ বলে ৫টি চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৮২ রান করেন আইচ মোল্লা। ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ২৬ বলে ৪টি চার ও এক ছক্কায় ৩৯ রান করেন রিপন মন্ডল।
৫২ বলে ৪০ রান করেন ওপেনার আরিফুল ইসলাম। ৩৬ ও ৩৩ রান করে করেন অধিনায়ক রাকিবুল হাসান ও উইকেটকিপার ব্যাটসম্যান ফাহিম।
ডাকওয়ার্থ-লুইস (ডিএলএস) পদ্ধতিতে ৫০ ওভারে ২৫৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৫.২ ওভারে ১১০ রানেই অলআউটচ হয় জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল। ১৫৫ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ।
টাইগার যুবাদের মধ্যে নাইমুর রহমান ১০ ওভারে মাত্র ১৮ রানে শিকার করেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন আরিফুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে বাংলাদেশ মাঠে নামবে আগামী রোববার। গ্রুপের কঠিনতম প্রতিপক্ষের সঙ্গেই প্রথম খেলবে বাংলাদেশ, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি সেন্ট কিটসেই। গ্রুপের অন্য দুই দল কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.৫ ওভারে ২৭৭/১০ রান (আইচ মোল্লাহ ৮২, আরিফুল ৪০, রাকিবুল ৩৬, ফাহিম ৩৩)।
জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯: ৩৫.২ ওভারে ১১০/১০ রান (সাইল ৩৯, মাকোনি ২২; নাইমুর ১৮/৩, আরিফুল ৬/২, আল মামুন ১৫/২)।
ফল: বাংলাদেশ ১৫৫ রানে জয়ী। সূত্র : যুগান্তর