রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:০২ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে সানশাইন কিন্ডারগার্ডেনের ছাত্র শাহরুক জাহান মুয়াজ (১২) ট্রাক চাপায় নিহত হয়েছে। আজ (১০ জানুয়ারী) সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তানোর-তালন্দ সড়কের থানা মোড় নামক স্থানে সাইকেল নিয়ে চলন্ত ট্রাকের নিচে পড়ে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়। পরে স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, নিহত ওই ছাত্র তানোর সদরে অবস্থিত সানশাইন কিন্ডারগার্ডেনের ৫ম শ্রেণির ছাত্র। তার বাবা বে-সরকারি সংস্থা ইএসডিও’র ম্যানেজার। নাম শাজাহান আলী। তার দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আজমতপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, তানোর থানা মোড়ের পশ্চিমে কলেজ পাড়ায় তারা ভাড়া বাসায় থাকেন। নিহত ওই ছাত্র তানোর-তালন্দ সড়কে সাইকেল চালিয়ে থানা মোড়ের জিরো পয়েন্টে আসছিলো। এসময় পেছন থেকে ১০ চাকার চলন্ত ট্রাক তাকে ধাক্কা দেয়। ফলে পেছনের চাকার তলে ছিটকে পড়ে মুয়াজ। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার সন্ধ্যায় এরির্পোট লেখা পর্যন্ত ট্রাক ও চালকসহ হেলপারকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়। কিন্তু আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। আজকের তানোর