রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৪৪ pm
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সার্কিট হাউস মাঠে আন্ত. অফিস ক্রিকেট লীগ-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শনিবার এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন আয়কর অঞ্চল রাজশাহী বনাম জেলা প্রশাসন রাজশাহী। খেলায় আয়কর অঞ্চল রাজশাহীকে ০৬ (ছয়) উইকেটে পরাজিত করে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন জেলা প্রশাসন রাজশাহী।
জেলা প্রশাসন রাজশাহী দলের অধিনায়ক নেজারত ডেপুটি কালেক্টর জনাব আব্দুল্লাহ আল রিফাত চ্যাম্পিয়ন দলের পক্ষে ট্রফি গ্রহণ করেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের প্রশাসনিক কর্মকর্তা ও আন্ত অফিস ক্রিকেট লীগের আহ্বায়ক ফিরোজ আহমেদ ও আয়কর অঞ্চল রাজশাহী সদর দপ্তরের সহকারি কর কমিশনার মোঃ তোফায়েল আহমেদ, রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন মো. সৈকত সরকার, এবং তৃতীয় স্থান দলের হাতে ট্রফি তুলে দেন মো. মেহফুজ আল হাসান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কর কমিশনার মোঃ শাহজাহান আলী, সহকারী কর কমিশনার মি. গৌর চন্দ্র দে সহকারী কর কমিশনার মোঃ মফিজুল ইসলাম, উপ কর কমিশনার আবু নসর মোঃ মাহবুবুজ্জামান, উপ কর কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম, সহকারি কর কমিশনার মোঃ সাদিদুল ইসলাম, বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সদ্য বিদায়ী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজশাহী মো. জাইদুল ইসলাম, অংশগ্রহণকারী প্রতিটি দলের খেলোয়াড়, কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা আন্ত অফিস ক্রিকেট লীগ-২০২২ সকল অফিসের অংশগ্রহণের মাধ্যমে আরও সুন্দর, সুশৃঙ্খল এবং প্রানবন্ত হইবে এবং আয়োজক কমিটিকে সকল ধরনের সহযোগীতা করবেন মর্মে বলে আশাবাদ ব্যক্ত করেন। আজকের তানোর