মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৫:৩৪ pm
বিনোদন ডেস্ক : গৎবাঁধা গল্পের বাইরে গিয়ে প্রায়শই নাটকে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবীন। এবার এ রকম একটি গল্পের নাটকে অভিনয় করেছেন এই জনপ্রিয় জুটি। নাটকটির নাম ‘গোলমরিচ’। পরিচালনা করেছেন রুবেল হাসান। কিছু দিন আগে নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকের গল্পে দেখা যাবে আওয়াজ নামের এক যুবক রেলস্টেশনে নেমে ফোন করার চেষ্টা করছিল। সঙ্গে দুই হাতে মানিব্যাগ খুলে পকেটের অবস্থা বোঝার চেষ্টা করছিল। ঠিক সেই সময়ে তার সঙ্গে ঝড়ের মতো এসে ধাক্কা খায় নিতু নামে এক সুন্দরী মেয়ে।
তখন আওয়াজের কান থেকে পড়ে মোবাইল ফোনটি টুকরো টুকরো হয়ে যায় চোখের সামনে। নিতু সরি বলে চলে যাওয়ার চেষ্টা করলেও ধরে ফেলে আওয়াজ। ক্ষতিপূরণ ছাড়া কোনোভাবেই সে নিতুকে ছাড়বে না। ওদিকে নিতুর চট্টগ্রামগামী ট্রেনটি ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে। এভাবেই নানা ঘটনায় এগিয়ে যাবে নাটকটির গল্প। নাটকে নিশো আওয়াজ চরিত্রে এবং মেহজাবীন নিতুর চরিত্রে অভিনয় করেছেন।
আগামী বিশ্ব ভালোবাসা দিবসে নাটকটি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির নিজস্ব ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে। এ নাটক প্রসঙ্গে পরিচালক রুবেল হাসান বলেন, ‘এই অভিনয় জুটিকে নিয়ে এর আগেও নাটক নির্মাণ করেছি। সেটি ব্যাপক সফল নাটক ছিল। এবারও তাদের ওপর আস্থা রেখে নতুন এই নাটকটি নির্মাণ করেছি। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে’।