শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১০:২৮ pm
করোনার টিকা নিয়ে এখনও জনমনে আতঙ্ক রয়েছে। মহামারির সংক্রমণ থেকে রক্ষা পেতে যারাই করোনার ভ্যাকসিন নিয়েছেন তাদের অনেকের মধ্যেই প্রতিক্রিয়া দেখা গেছে। যে কারণে করোনার ভ্যাকসিন নিতে জনমনে ভয় কাজ করছে। সেই আতঙ্কের মধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বিরাট কোহলিদের দ্রুত সময়ের মধ্যে করোনার ভ্যাকসিন দিতে ওঠেপড়ে লেগেছে।
ভারতীয় একটি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, বিরাট কোহলিদের যাতে করোনার ভ্যাকসিন দ্রুত সময়ের মধ্যে দেয়া হয় সেজন্য বিসিসিআইয়ের পক্ষ থেকে কেন্দ্রের কাছে আবেদন জানানো হবে।
শুক্রবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে শুরু হতে যাচ্ছে চার টেস্টের সিরিজ। হোম সিরিজের আগে কোহলিদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই হয়তো দ্রুত ভ্যাকসিন দিতে চাচ্ছে বিসিসিআই।
চেন্নাইয়ে আয়োজিত প্রথম টেস্টের প্রস্তুতির আগে সোমবার শেষ হয়েছে কোহলিদের কোয়ারেন্টিন পর্ব। রাহানেদের করোনার সেই রিপোর্ট নেগেটিভ এসেছে।
কিন্তু লম্বা সময় ধরে কোয়ারেন্টিনে থেকে ধারাবাহিক পারফর্ম করা সত্যিই কঠিন। সেজন্যই কোহলিদের ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছে বিসিসিআই। সূত্র : যুগান্তর। আজকের তানোর