শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৪:০৮ am
নিজস্ব প্রতিবেদক, পাবনা : নির্বাচনে জিতেই বিরোধী প্রার্থীর সমর্থকদের ওপরে হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে ৫ম ধাপে তাড়াশ মাগুড়াবিনোদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বর মো. ইব্রাহিম বিরুদ্ধে। এঘটনায় মহিলাসহ আহত হয়েছেন অন্তত ৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে মাগুড়া বিনোদ ইউপির হামকুড়িয়া জালালপুরপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, ইয়ার উদ্দিন ফকির (৪৫), আলহাজ সেরাজ ফকির (৫০), হাফিজুর ফকির (৩৮) ও তার স্ত্রীসহ পাঁচজন।
আহত হাফিজুর ফকির অভিযোগ করে বলেন, গতকাল ৬ জানুয়ারী তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউপির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বর পদে তিন প্রার্থী নির্বাচন করেন। নির্বাচনে মোড়গ মার্কা নিয়ে জয়ী হয় ইব্রাহিম। আমরা তার প্রতিদ্বন্দী আনোয়ার হোসেনের কাজ করায় আজ সকালে ইব্রাহিমের লোকজন আমাদের বাড়ীতে হামলা করে। এতে আমাদের পরিবারের অন্তত পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে আমার চাচা ইয়ার উদ্দিন ফকিরের অবস্থা অশংকাজনক। তার মাথায় দায়ের কোপ লেগে ছয়টি সেলাই দেয়া হয়েছে। তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী চারজনকে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।
নব নির্বাচিত ইউপি সদস্য মো. ইব্রাহিম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এই হামলার সাথে জড়িত নই। আমার কোন লোকজন তাদের মারপিট করেনি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. ফয়সাল আহমেদ জানান, আজ সকালে ইয়ার উদ্দিন ফকির নামে অশংকাজনক অবস্থায় একজনকে ভর্তি করে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চিকিৎসা দেয়ার পর এখন সুস্থ রয়েছে।
তাড়াশ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানান, মারামারির খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আজকের তানোর