রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩০ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
একই দিনে সেমিফাইনালে নামছে আবাহনী ও মোহামেডান

একই দিনে সেমিফাইনালে নামছে আবাহনী ও মোহামেডান

ক্রীড়া ডেস্ক : ফেডারেশন কাপে আগামীকাল সেমিফাইনাল। একই দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভিন্ন দুই ম্যাচে মাঠে নামছে দেশের দুই ঐতিহ্যবাহী দল ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল ৪টায় প্রথম ম্যাচে মোহামেডান খেলবে রহমতগঞ্জের বিপক্ষে আর সন্ধ্যা ৭ টায় ঢাকা আবাহনী খেলবে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে।

আবাহনী ও মোহামেডান নিজ নিজ ম্যাচে জয়ী হলে ৯ জানুয়ারি ফাইনালে মুখোমুখি হবে দুই দল। সেক্ষেত্রে দেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বি দল এক দশক পর আবার ফাইনাল খেলবে। সর্বশেষ এই দুই দলের ফাইনাল হয়েছিল ২০১১ সালের সুপার কাপে। ঢাকা আবাহনী সেই ফাইনালে জিতেছিল।

এবার সেমিফাইনালে খেলা চার দলেরই অভিজ্ঞতা আছে টুর্নামেন্টের ফাইনাল খেলার। এর মধ্যে সাইফ স্পোর্টিং গত আসরের আর রহমতগঞ্জ এর আগের আসরের রানার্স আপ দল। দু’দলই একবার করে ফাইনাল খেললেও কখনো শিরোপা জিততে পারেনি। এই দুই দলের সামনে আবারও সুযোগ ফাইনালে খেলার। অন্যদিকে দুই ঐতিহ্যবাহী চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে সুযোগ হারানো শিরোপা পুনরুদ্ধারের।

সেমিফাইনালে নামার আগে দুঃসংবাদ আবাহনী শিবিরে। কারণ টুর্নামেন্টে দুই ম্যাচে চার গোল করা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েল্টন গোমেজ অনিশ্চিত এই ম্যাচে। কোয়ার্টার ফাইনালে শেখ জামালের বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন এই ফুটবলার। অবশ্য আবাহনীর হাতে তার বিকল্পও আছে। যদি এই ম্যাচে তিনি খেলতে না পারেন তাহলে তার জায়গায় মূল একাদশে দেখা যাবে ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনকে। আগের ম্যাচে দেরিয়েন্তনের বদলে মাঠে নেমে দুই গোল পেয়েছিলেন জীবন। শিরোপা উদ্ধার করতে হলে আজ সাইফের বিপক্ষে জিতে আগে ফাইনালে নাম লেখাতে হবে আবাহনীকে।

আবাহনীর কোচ মারিও লেমোসও ভরসা রাখছেন শিষ্যদের উপর, ‘আমি চাই আগের মতো সেরা পারফরম্যান্স। প্রতিপক্ষকে হালকা করে দেখার সুযোগ নেই। এই ম্যাচ জিততে হলে ভালো খেলার বিকল্প নেই।’

গত আসরে প্রথমবারের মতো ফাইনাল খেলা সাইফ স্পোর্টিংকেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে লড়াই করতে হবে দারুণ ছন্দে থাকা আবাহনীর বিপক্ষে। সেটি মাথায় আছে সাইফের কোচ ক্রুসিয়ানি, ‘আবাহনী শক্তিধর দল। তাদের বিপক্ষে জয় সহজ হবে না। আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করতে হবে।’

আরেক ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে এক যুগ পর ফেডারেশন কাপে ফাইনাল খেলার সুযোগ। ২০০৯ সালের পর আর ফেডারেশনকাপের ফাইনালে খেলা হয়নি সাদা-কালোদের। প্রতিপক্ষ রহমতগঞ্জ অবশ্য একবারই টুর্নামেন্টের ফাইনালে খেলেছে। সেটি ২০১৯-২০ মৌসুমে। সূত্র : ঢাকাপোস্ট

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.