আব্দুস সবুর, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার চিহ্নিত ভূমিদস্যু দুরুল বাহিনীর দেশীয় অস্ত্র রোড ও হাতুড়ির বেধড়ক মারপিটে মারাত্মক আহত হয়ে আদিবাসী জনগোষ্ঠীর দু’জন ব্যক্তি হাসপাতালের বেডে কাতরাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় দুরলকে প্রধান আসামি করে সোমবার রাতেই থানায় অভিযোগ দেয়া হয়। সম্প্রতি সোমবার বাধাইড় ইউপির উঁচাডাঙা নামক দুরুলের বাড়ির সামনে ঘটে ফিল্মি স্টাইলের এ মারপিটের ঘটনা।
এমন মারপিটের খবর ছড়িয়ে পরায় ওই এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। কোন রকমে আদিবাসী আহত দুজনকে সন্ধ্যার পরে হাসপাতালে নিয়ে আসতে পারে নিকট আত্নীয়রা। এ ঘটনায় মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হলেও তেমন গুরুত্ব দেননি পুলিশ বলেও অভিযোগ করেন আদিবাসী পল্লীর জনসাধারণ। আহতরা হলেন বিশু চড়ে(৫০) ও বিপ্লব টুডু(৪২)।
জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত সোমবার মুন্ডুমালা বাজার থেকে বাজার করে বাড়িতে যাওয়ার সময় বাধাইড় ইউপির উঁচা ডাঙা দুরুলের বাড়ির সামনে পৌছা মাত্রই দুরুল বাহিনীর লেকজন রোড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এঅবস্থায় পড়ে থাকলেও ভয়ে কেউ উদ্ধার করতে আসেনি। পরে সন্ধ্যার আগে তাদের আত্নীয়দের সহযোগিতায় উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
এনিয়ে সাবেক মেম্বার অনিল সরেন, মালতি হাসদা ও জুয়েলসহ একাধিক ব্যক্তিরা জানান, সপ্তাহে একবার মুন্ডুমালা হাট হয়। হাটে সপ্তাহের জন্য প্রয়োজনীয় বাজার করা হয়। কিন্তু দুরুল বাহিনী তার বাড়ির সামনে আমাদেরকে মারার জন্য রোড হাতুড়ি নিয়ে প্রকাশ্যে বসে থাকে। আমরা তার ভয়ে কাজে যেতে পারিনা। পুলিশ প্রশাসনও আমাদেরকে সহযোগিতা করছে না। আমরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছি।
এব্যাপরে দুরুল দম্ভোক্তি করে বলেন, ওই জমির জন্য জীবন দিব, নইলে তাদের জীবন নিব। কিন্তু বিষয়টি নিয়ে আপনারা যদি আমাদের বিরুদ্ধে কোন ধরণের সংবাদ প্রকাশ করেন তাহলে আপনাদেরকে দেখে নেয়া হবে বলেও হুমকি দেন তিনি।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজকের তানোর