রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৩২ pm
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের সেনাবাহিনীতে সুইসাইড স্কোয়াড গঠনের ঘোষণা দিয়েছে তালেবান। ওই সুইসাইড স্কোয়াড ভবিষ্যতে সেনাবাহিনীর বিশেষ ব্যাটেলিয়নের অন্তর্ভুক্ত হবে বলে জানা গেছে। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম খামা নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিশেষ বাহিনীর অন্তর্ভুক্ত হবে ওই বিশেষ সুইসাইড ব্যাটেলিয়ন।
এর আগে তাজিকিস্তান ও চীনের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশে তালেবান সুইসাইড স্কোয়াড মোতায়েন করবে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল। তবে সংশ্লিষ্ট কোনো সূত্রে ওই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
গত দুই দশকে মার্কিন ও আফগান নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তালেবানের আত্মঘাতী হামলাকারী ভীষণ কার্যকর ভূমিকা রেখেছে।
তালেবানও বিষয়টি স্বীকার করে এর আগে জানিয়েছিল, আত্মঘাতী দলটি না থাকলে মার্কিনিদের প্রতিহত করা সম্ভব হতো না। এই সাহসী মানুষগুলো শরীরে বিস্ফোরণ বেঁধে আফগানিস্তানের মার্কিন ঘাঁটিগুলোতে আত্মঘাতী হামলা চালাতেন। আক্ষরিক অর্থেই এই মানুষগুলোর কোনো ভয় নেই। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের উৎসর্গ করছেন। সূত্র : যুগান্তর