রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৩২ pm

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
মুন্ডুমালায় কাউন্সিলরের বিরুদ্ধে ভূমিহীনের বাড়ি ভাঙচুরের অভিযোগ

মুন্ডুমালায় কাউন্সিলরের বিরুদ্ধে ভূমিহীনের বাড়ি ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার বিএনপি মতাদর্শী কাউন্সিলর এবং গরু ব্যবসায়ী (দালাল) মেয়রের ঘনিষ্ঠ সহচর মাহাবুর রহমানের বিরুদ্ধে ভুমিহীনের বাড়ি ভাঙচুর, মারপিট ও নারীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এব্যপারে গত ১ লা জানুয়ারী শনিবার ভুমিহীন আয়েজ উদ্দিন বাদী হয়ে কাউন্সিলর মাহাবুর রহমানকে বিবাদী করে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ করেন।

অন্যদিকে, পুলিশ তদন্তকেন্দ্রের মাত্র ১০০ গজের মধ্যে দিনেদুপুরে বাড়ি ভাংচুর করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

ফলে পুলিশের প্রশ্নবিদ্ধ ভুমিকায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। আর জনপ্রতিনিধির এমন জনবিরোধী কর্মকান্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। পাশাপাশি অভিযুক্ত কাউন্সিলরের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে নাগরিকগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

স্থানীয় সুত্র জানায়, মুন্ডুমালা পৌরসদরের মুন্ডুমালা দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা মৃত আলী মোহাম্মদের পুত্র ভুমিহীন আয়েজ উদ্দিন একখন্ড সরকারি খাস-সম্পত্তিতে মাটির বাড়ি করে প্রায় ৪০ বছর ধরে শান্তিপুর্ণভাবে পরিবারসহ বসবাস করে আসছেন। তবে, তার বাড়ির মধ্যে প্রায় হাফ শতক জমি কাউন্সিলর মাহাবুরের রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১লা জানুয়ারী শনিবার দুপুরে পৌর মেয়রের মদদে কাউন্সিলর মাহাবুর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাহিনী নিয়ে তার জায়গা উদ্ধারের নামে ভুমিহীনের বাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় তারা বাধা দিতে গেলে তাদের মারপিট এমনকি নারীদের  বিবস্ত্র করে শ্লীলতাহানিসহ নারকীয় তান্ডব করেছে।

এবিষয়ে জানতে চাইলে কাউন্সিলর মাহাবুর রহমান বলেন, মারপিটের অভিযোগ সত্য নয়, তবে তার জায়গা বুঝে নিতে তিনি ভাংচুর করেছেন।

এবিষয়ে আয়েজ উদ্দিন বলেন, তিনি ভুমিহীন মানুষ তার বাড়ির মধ্যে যদি কাউন্সিলের জায়গা থাকে তবে তারা কিনে নিবেন। তাই বলে ভাংচুর ও নারীদের বিবস্ত্র করে মারপিট করা কি ঠিক।

এছাড়া তার যদি জায়গা থাকে তাহলে তিনি আদালতে না গিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন কেন? আসলে নির্বাচনে তার পক্ষে ভোট না করার অপরাধে তিনি প্রতিশোধ নিচ্ছেন।

এবিষয়ে পৌর সচিব আবুল হোসেন বলেন, কাউন্সিলর যেটা করেছে সেটা অন্যায় ও মানবাধিকার লঙ্ঘন। কারণ তার জায়গা থাকলে তিনি কোর্টে না গিয়ে আইন নিজের হাতে তুলে নিতে পারেন না।

এব্যাপারে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্রের ইন্চার্জ (আইসি) পরিদর্শক মাসুদ রানা বলেন,  অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.