বৃহস্পতিবর, ৩১ অক্টোব ২০২৪, সময় : ০১:১৯ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
সেবাই পুলিশের ধর্ম, এ নীতি নৈতিকতা ও স্লোগানকে সামনে রেখে থানার ওসির উদ্যোগে শীতার্ত অসহায় নাইটগার্ড এবং গ্রামপুলিশদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রাজশাহীর তানোরে বঙ্গবন্ধু ও শেখ রাসেল চত্বর পাহারাদার বেশ কয়েকজন গ্রামপুলিশকে গরম কাপড় (শীতবস্ত্র) উপহার হিসেবে প্রদান করেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।
জানা গেছে, সোমবর দিবাগত রাতে উপজেলা চত্বর, সরনজাই, কামারগাঁ ছাড়াও বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু ও শেখ রাসেল চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরাল পাহারা দিয়ে আসছেন বেশ কয়েকজন গ্রামপুলিশ। এই প্রচন্ড শীতে কষ্ট ভাগাভাগী করতে মানবিক সহায়তা হিসেবে ওসি গ্রামপুলিশদের মাঝে এসব শীতবস্ত্র উপহার হিসেবে প্রদান করেন।
মাঘের এই শীতে ওসির এমন উষ্ণ পরশ প্রদানে সুখি বেশ কয়েকজন পাহারাদার ও গ্রামপুলিশরা। এতে তারা ওসি রাকিবুল হাসানের দীর্ঘায়ূ কামনা করেন। আজকের তানোর