রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:২৫ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর : মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আজ (২ জানুয়ারী) রোববার সকাল ১১টার দিকে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, তানোর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক প্রদীপ সরকার, তানোর পৌর যুবলীগের সাবেক সভাপতি ইকবাল মোল্লা ও আস্থা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সামশুল আলম প্রমূখ।
দিবসটির মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন- উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন খাঁন। পরে সমাজসেবা অফিসের আয়োজনে বিধাব ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে পল্লীমাতৃ কেন্দ্র খাতে ৭৭ হাজার ৫০০ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়। আজকের তানোর