রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪৭ am
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দুই বছর (২০২২-২৩) মেয়াদে নতুন নবনির্বাচিত পরিচালনা পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার বিকেলে শহরের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা হয়।
জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত সভাপতি আহসান কবির এপ্লব, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লেবু ও সহ-সভাপতি আজাদ বারী নেতৃত্বে পরিচালনা পরিষদ দায়িত্ব গ্রহণ করে। চেম্বারের বিদায়ী সভাপতি আনোয়ারুল হক আনু দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম), বিসিএসআইআর এর পরিচালক ড. নাজিম জামান,সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা, চেম্বারের সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন লেবু, নুর মোহাম্মদ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
চেম্বারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে জেলার ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানের পাশাপাশি ব্যবসায়ীবান্ধব জয়পুরহাট চেম্বার গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়। জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক ২০২২-২৩ মেয়াদের জন্য গত ৯ ডিসেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ও মনোনীত পরিচালনা পর্ষদের সদস্য গত ১২ ডিসেম্বরে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়। আজকের তানোর