রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:১০ pm
আব্দুস সবুর, তানোর : ‘বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা, একসূত্রে গাঁথা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩০ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজ শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ, সাবেক শিল্পপ্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী।
তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর এসিল্যান্ড স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও পৌর আ’লীগ নেতা আবুল বাসার সুজন, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিকী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ। এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তত্ত্বাবধায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৫টি স্টল। প্রতিটি স্টলকে মেলায় অংশগ্রহণ করার জন্য সম্মাননা স্মারক (ক্রেষ্ট) এবং বিভিন্ন ক্যাটাগরিতে উৎসাহ প্রদানে শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক (ক্রেষ্ট) প্রদান করা হয়। আজকের তানোর